কলম্বোয় বেশ কয়েকদিন ধরে বৃষ্টিতে এশিয়া কাপের ফাইনাল মাঠে গড়ানো নিয়েই শঙ্কা ছিল। তবে বৃষ্টির শঙ্কা উড়িয়ে দিয়ে খেলা মাঠে গড়ালেও দিনটি ভুলেই যেতে চাইবেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা।
কারণ ঘরের মাঠে খেলতে নেমে ভারতীয় পেসারদের সুইং আর পেসে পাত্তাই পেল না শ্রীলঙ্কা । ফলে কোনো রকম প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই অষ্টমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতলো রোহিত শর্মার দল।
সোমবার (১৭ সেপ্টেম্বর) আর প্রেমাদাসা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনালে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে লঙ্কানরা খেলতে পেরেছে কেবল ৯২ বল। এই সময়ে ভারতীয় পেসাররা সবকটি উইকেট তুলে নিলে স্কোরবোর্ডে রান তুলতে পেরেছে ৫০।
৫১ রানের জয়ের লক্ষ্যে এদিন অধিনায়ক রোহিত শর্মার বদলে শুভমান গিলের সাথে ব্যাটিংয়ে আসেন ঈশান কিষাণ। তারা দুজনে মিলে ৬ ওভার ১ বলেই সহজ লক্ষ্যে পৌঁছে যায় ভারত । ঈশান ২৩ রান গিল ২৭ করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।