আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দরিদ্র ভ্যান চালকের স্ত্রী ও তার স্কুল পড়ুয়া মেয়েকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত মা মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের দরিদ্র ভ্যান চালক রাজু মৃধার স্ত্রী সাবিনা বেগমের একটি মুরগি পাশের বাড়ির মজিবর বেপারীর বাড়িতে গেলে তার স্ত্রী রানু বেগম মুরগি গুলোকে মেরে তাড়িয়ে দেয়।
এর আগেও রানু বেগম তার বাড়িতে হাঁস মুরগি যাওয়ার কারনে কয়েকবার সাবিনা বেগমের হাঁস মুরগি মেরে ফেলেছে। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবিনা বেগমের সাথে রানু বেগমের বাকবিতন্ডা হলে রানু বেগম ও তার ছেলে ইলিয়াস বেপারী লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে সাবিনা বেগমকে (৪২)। এসময় তার মেয়ে উত্তর শিহিপাশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী সুমাইয়া আক্তারকে (১৪) লাঠি দিয়ে পিটিয়ে আহত করে ফেলে রাখে। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এঘটনায় দরিদ্র ভ্যান চালক রাজু মৃধার স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মা মেয়েকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।