More

    আগৈলঝাড়ায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের, নববধূর লাশ উদ্ধার এবং স্বামী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নববধূর ভাই বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে স্বামীকে গ্রেপ্তার করেছে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর গ্রামের খোকন খাঁর ছেলে নয়ন সরদারের সাথে প্রেমের সম্পর্কে পার্শ্ববর্তী গৌরনদী  উপজেলার লক্ষনকাঠী গ্রামের আতাহার শেখের মেয়ে মোসাম্মদ মীম আক্তার (১৮)’র সাথে দুই মাস পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন কারনে মীমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল স্বামী নয়ন ও তার পরিবারের লোকজন। রোববার দুপুরেও তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী নয়ন ও তার পরিবারের লোকজন মীমের মোবাইল ফোন ব্যবহার ও পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। তখন মীমকে গলায় রশি দিয়ে মরতে বলেন স্বামী ও তার পরিবারের লোকজন।

    একারনে স্বামী ও পরিবারের উপর অভিমান করে রোববার বিকেলে মীম আক্তার টয়লেটের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দিলে থানার উপপরিদর্শক আলী হোসেন ঘটনাস্থলে গিয়ে নববধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এঘটনায় মীম আক্তারের ভাই আরিফ শেখ বাদী হয়ে রোববার রাতেই থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামীসহ চারজনকে আসামী করে মামলা দায়ের করে। মামলা দায়েরের পরে পুলিশ অভিযান চালিয়ে নিহত মীম আক্তারের স্বামী নয়ন সরদারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নয়ন সরদারকে গতকাল সোমবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। মীম আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মামলা উত্তোলনের জন্য মা ও মেয়ের ওপর হামলা

    জমি সংক্রান্ত বিরোধে দায়ের করা মামলা উত্তোলনের জন্য বিধবা আয়েশা বেগম ও তার মেয়ে রিনা বেগমকে মারধর করে আহত...