More

    মাদারীপুরের ডাসারে গৃহকর্মী ধর্ষণ মামলায় ২ জন গ্রেফতার

    অবশ্যই পরুন

    কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে এক গৃহকর্মী ধর্ষণ মামলায় দুলাল হাওলাদার(৩০) ও ইদ্রিস হাওলাদার(৫০) নামে ২ জন আসামীকে একই সঙ্গে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    আজ বৃহস্পতিবার দুপুরে তাদের দুজনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আটক হওয়া দুলাল হাওলাদার পার্শ্ববর্তী উপজেলা গৌরনদীর মাগুরা মাদারীপুর এলাকার এসকান্দার হাওলাদারের ছেলে ও ইদ্রিস হাওলাদার একই এলাকার কাদের হাওলাদারের ছেলে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় অগ্নিকান্ডে ভস্মিভূত “দু”টি বসতবাড়ী পরিদর্শন করলেন  এস সরফুদ্দিন সান্টু

    রাহাদ সুমন : বরিশালের বানারীপাড়ায় চাখার ইউনিয়নের দড়িকর গ্রামের ৬নং ওয়ার্ডে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া "দু"টি বসতঘর পরিদর্শন করেছেন...