More

    নদীর অধিকার নিশ্চিতের দাবিতে কলাপাড়ায় বিশ্ব নদী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: নদী একটি জীবন্ত সত্তা আসুন এর অধিকার নিশ্চিত করি এ দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস পালিত হয়েছে।

    রোববার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব সংলগ্ন শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এই দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিবেশ কর্মী মোশারফ হোসেন মিন্টু, নেছারউদ্দিন আহমেদ টিপু, মোস্তফা জামান সুজন, কামাল হোসেন রনি প্রমূখ।

    সভায় বক্তারা বলেন, কলাপাড়ার প্রধান নদী আন্ধার মানিক দখল দূষণে এখন মৃতপ্রায়। তাই এই নদীর নাব্যতা ফিরিয়ে আনাসহ দখলমুক্তের দাবি জানানো হয়। আমরা কলাপাড়াবাসী, ওয়াটার কিপার্স বাংলাদেশ, জাতীয় নদী জোট ও কলাপাড়া প্রেসক্লাব এর আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠি-১ আসনে ড. ফয়জুল হকের গণসংযোগে উৎসাহ-উদ্দীপনা

    ঝালকাঠির কাঠালিয়ার বিভিন্ন এলাকায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের এমপি প্রার্থী ড. ফয়জুল হক ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময়...