More

    আওয়ামী লীগের ১৪ বছরের উন্নয়ন ধরে গনমাধ্যম কমীর্দের সাথে মতবিনিময় করেছেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি অধ্যক্ষ নাসির

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:  পটুয়াখালী—৪ (কলাপাড়া —রাঙ্গাবালী) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহসভাপতি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন আওয়ামী লীগের ১৪ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে গনমাধ্যম কমীর্দের সাথে মতবিনিময় করেছেন।

    সোমবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু। মতবিনিময় সভায় সৈয়দ নাসির বলেন, ১৯৭০ সাল থেকে ছাত্রলীগ, যুবলীগ বর্তমানে আওয়ামী লীগের সাথে সক্রিয় আছি। ১৯৭৫ সালে জাতীর জনক বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করি।

    এমনকি কলাপাড়ায় ও ১৯৭৫ সালের পরে নৌকায় করে বিভিন্ন হাট—বাঁজারেও  গিয়ে বঙ্গবন্ধুর ভাষন বাজিয়ে সভাসমাবেশ করি। এর আগেও ২০১৪ ও ২০১৮ সালে আমি মনোনয়ন চেয়েছিলাম। এবারও সংসদ নির্বাচনে আমি একজন মনোনয়ন প্রত্যাশী। আমাকে যদি আওয়ামীলীগ সভানেত্রী পটুয়াখালী— ৪ আসনে মনোনয়ন দেয় তবে আমি স্মাট ও তথ্য প্রযুক্তি নির্ভর সংসদীয় আসন গড়ে তুলব। স্থানীয় জন প্রতিনিধিদের স্বাধীন ভাবে কাজ করার ব্যবস্থা করবো।

    সরকারী সকল প্রকল্প সঠিক ভাবে বাস্থবায়ন করব। জমি দখল, ঘের দখল, চর দখল বন্ধ করবো এবং দখল বাজদেরও কাছ থেকে তা উচ্ছেদ করব এমনকি শালিশ বানিজ্য বন্ধ করব। কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলব। রাঙ্গাবালীকে অধুনিক পৌরসভায় রূপান্তিত করব এবং কলাপাড়াকে জেলায় ও মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করব। বর্তমানে কৃষকের সুবিধার্থে করা স্লুইজ গুলো প্রভাবশালীরা লবন পানি তুলে মাছ ধরায় কৃষি কাজে ব্যাপক ক্ষতি হচ্ছে।

    কৃষকের সুবির্ধার্থে কৃষকরা যাতে মিঠা পানি সংরক্ষন করে সারা বছর চাষাবাদ চালাতে পারে তার ব্যবস্থা করব। এসময় উপস্থিত ছিলেন, চাকামইয়া ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: হুমায়ূন কবির কেরামত, পৌর কাউন্সিলর আ: লতিফ খালাসী, টিয়াখালী আওয়ামী লীগ সহসভাপতি সৈয়দ মোফাজ্জেল, শিক্ষক আবুল কালাম আজাদ, ব্যবসায়ী মো: আনিস উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ জসীম উদ্দিনসহ বিভিন্ন ব্যাক্তিরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠি-১ আসনে ড. ফয়জুল হকের গণসংযোগে উৎসাহ-উদ্দীপনা

    ঝালকাঠির কাঠালিয়ার বিভিন্ন এলাকায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের এমপি প্রার্থী ড. ফয়জুল হক ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময়...