বিশ্বকাপ দলে তামিম ইকবালের জায়গা হল না এটা আগেই গুঞ্জন ছিল। এবার সেটাই সত্যি হলো। তামিমকে ছাড়াই ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলতে যাচ্ছে সাকিবরা।
সাকিব আল হাসানকে অধিনায়ক করে ঘোষিত ১৫ সদস্যের দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় এই স্কোয়াড ঘোষণা করা হয়।
নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বিশ্বকাপের দল দিয়েছে বিসিবি। এ সময় বাংলাদেশের বিশ্বকাপ জার্সিও উন্মোচন করা হয়েছে।
বাংলাদেশের বিশ্বকাপ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ।
বিশ্বকাপ দলে আরও আছেন তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।