More

    কালকিনি ডাসারে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

    অবশ্যই পরুন

    কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে রায়হান বেপারী(১৬) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

    বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নবগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বেপারী বাড়ী এ ঘটনা ঘটে।নিহত কিশোর রায়হান বেপারী ওই এলাকার জাকির বেপারীর ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে,রায়হান বেপারী বুধবার এশারের নামাজ পড়ে নিজ বাড়ীতে ঘুমিয়ে ছিল।

    আজ বৃহস্পতিবার ভোরে তাকে ঘরে দেখতে না পেয়ে,তার খোঁজ করে পরিবার। পরে বাড়ীর পাশে রেন্ট্রী গাছে তার ঝুলন্ত লাশ তার স্বজনরা দেখতে পেয়ে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পুলিশকে খবর দেয়।

    নিহতের চাচা মোহাম্মদ বেপারী জানান, তার ভাতিজা স্বাভাবিক ছিল না। মাঝেমধ্যে রাতে তাকে পাওয়া যেত না। এলাকার লোকজনের সাথে মেলামেশা কম করতো। নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, আমার ইউনিয়নের একটি কিশোর ছেলে আত্মাহত্যা করছে।

    বিষয়টি খুবই দুঃখজনক। এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ হাসানুজ্জামান বলেন,রায়হান বেপারী গলায় ফাঁস দিয়ে অত্মহত্যা করেছে। ময়না তদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...