গৌরনদীর আল্লাহর মসজিদ নামক স্থানে অতর্কিত ভাবে হামলা চালিয়ে যুবলীগের তিন নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে গৌরনদী পৌরসভার ৩ নং ওয়ার্ড কমিশনার আল-আমিন হাওলাদার ও তার সহযোগিরা।
২৭ সেপ্টম্বর বুধবার বিকাল ৫টার দিকে গৌরনদী পৌরসভার কসবা আল্লাহ’র মসজিদ বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- পৌর যুবলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কাওছার ফকির, পৌর যুবলীগের সিনিয়র সদস্য রায়হান ফকির ও সদস্য এনায়েত হোসেন ওরফে ইমাদ খান ।
গুরুতর আহত অবস্থায় ওই তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানার জন্য ৩নং ওয়ার্ড কমিশনার আল-আমিন হাওলাদারকে তার মুঠোফোনে কল দিলে তা বন্ধ
পাওয়া যায়।