স্টাফ রিপোর্টারঃ বাজারের উপর সরকারের নিয়ন্ত্রণ আরোপ ও ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেয়ার দাবিতে বরিশালে ওয়ার্কার্স পার্টি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টি আজ ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় অশ্বিনী কুমার হল চত্ত্বরে বিক্ষোভ সভাবেশ করে। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ও জেলা সভাপতি কমরেড নজরুল হক নীলু। সাবেক সাংসদ ও জেলা সাধারণ সম্পাদক এড.টিপু সুলতানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ,, মুলাদি উপজেলা সভাপতি গফুর মোল্লা,বাবুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শাহিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন যুবনেতা পঙ্কজ ঘোষ, নজরুল ইসলাম তালুকদার, সাবেক ছাত্রনেতা শামিল শাহরোখ তমাল।
সমাবেশে বক্তারা বাজারে উপর সরকারের নিয়ন্ত্রণ আরোপ ও ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেয়ার দাবি জানান। একইসাথে বাংলাদেশের নির্বাচনে মার্কিনসহ বিদেশীদের হস্তক্ষেপ বন্ধ করা সহ-জামাত শিবিরসহ সাম্প্রদায়িক শক্তি ও বিএনপির ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসে গিয়ে শেষ হয়।