More

    আইভি স্যালাইন সংকটে বরিশাল

    অবশ্যই পরুন

    সরবরাহ কম ও চাহিদা বেশি থাকায় গত দুই মাস ধরে বরিশাল নগরীতে আইভি স্যালাইনের ঘাটতি থাকলেও বর্তমানে তা চরম পর্যায়ে পৌঁছেছে।

    ওষুধ ব্যবসায়ী আরিফুর রহমান সোহেল বলেন, “বর্তমানে বরিশালে ডেঙ্গু রোগীর প্রকোপ ও সংখ্যা বেশি। অস্ত্রোপচারের পাশাপাশি অর্থোপেডিক, গাইনি ও পেডিয়াট্রিক ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের জন্য আইভি স্যালাইনের প্রয়োজন হয়। অন্তত ৬-৭ হাজার ব্যাগ ডেঙ্গু। প্রতিদিন স্যালাইনের প্রয়োজন হয়।কিন্তু ২-৩ হাজারের বেশি স্যালাইন সরবরাহ হয় না। বড় ফার্মেসি ছাড়া স্যালাইন পাওয়া যায় না। ৮৫ টাকা থেকে ৯০ টাকা দামের স্যালাইন বিক্রি হয় ২০০ থেকে ৩০০ টাকায়।’

    নিজাম নামের রোগীর এক স্বজন জানান, রোববার সকালে নগরীর সদর রোডের এক প্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত সব ফার্মেসি ঘুরে এনএস স্যালাইন পাওয়া যায়নি। শুধু ডেঙ্গু রোগীই নয়। কোনো রোগী হাসপাতালে এলে প্রথমে সবাইকে স্যালাইন দেওয়া হয়। শেবাচিম হাসপাতালে প্রতিদিন গড়ে দেড় হাজার থেকে দুই হাজার রোগী আসে। এই রোগীদের প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন ডোজ স্যালাইনের প্রয়োজন হয়। হাসপাতাল প্রতিদিন একটি করে দিলেও বাকি প্রয়োজনীয় স্যালাইন বাইরে থেকে কিনে আনতে হয়। কিনতে এসে ঝামেলায় পড়তে হয়।

    বরিশাল জেলা সিভিল সার্জন ডা.মারিয়া হাসান জানান, সরকারি হাসপাতালে স্যালাইনের কোনো অভাব নেই। বাহ্যিক সংকট থাকলে তা ওষুধ প্রশাসন ভালো বলতে পারবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নারীর স্বাস্থ্য সুরক্ষায় বেতাগীতে অপরাজিতা

    মো:সৌরব বেতাগী (বরগুনা) প্রতিনিধি :- মানব সভ্যতার বিকাশে নারী-পুরুষ উভয়ের অবদান সমান, সমাজে চলার পথে তারা একে অপরের পরিপূরক।...