স্টাফ রিপোর্টারঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের দেশী-বিদেশী ষড়যন্ত্রের প্রতিবাদে বাকেরগঞ্জে জাসদ বিক্ষোভ মিছিল করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজ সোমবার সকাল ১০ টায় এই বিক্ষোভ মিছিল হয়।
মিছিলটির নেতৃত্বদেন বরিশাল ৬ আসনের মহাজোটের মনোনয়ন প্রত্যাশি জাসদ কেন্দ্রীয় কমিটির যু্গ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ মোহসীন। সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা জাসদের সভাপতি এনায়েত হোসেন খান ছানা।
এসময় উপস্থিত ছিলেন জাসদের বরিশাল জেলার সভাপতি এ্যাড.আব্দুল হাই মাহবুব,জাতীয় যুবজোটের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বাচ্চু, জেলার সভাপতি আশ্রাফুল হক মুন্না প্রমুখ।
মিছিলটি বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ হয়।