খান মনিরুজ্জামানঃ এক দফার দাবিতে বরিশালে পদযাত্রা করেছে ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট বরিশাল বিভাগের আইনজীবীরা। পদযাত্রাটি আজ সোমবার দুপুর ২ টায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সামনে থেকে এই শুরু হয়ে সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় অংশ নেয় বরিশাল বিভাগের আওতাধীন ৬ জেলার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের কয়েক হাজার নেতৃবৃন্দ। এর আগে বরিশাল জেলা আইনজীবী সমিতির অ্যানেক্স ভবনে হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের কো কনভেনার এ্যাড.সুব্রত চৌধুরী। তিনি বলেন,সেলফি তুলে আওয়ামীলীগের শেষ রক্ষা হবেনা।
আওয়ামীলীগ অবৈধভাবে দিনের ভোট রাতে করে ক্ষমতায় টিকে আছে। আইন, বিচার বিভাগ ও প্রশাসনকে তারা দলীয় অংগসংগঠনে রুপন্তরিত করেছে। বিচারকরাও স্বাধীন ভাবে বিচার করতে পারছেনা। দেশের মানুষ আজ ন্যায় বিচার থেকে বঞ্চিত।
এই অক্টোবর মাসেই আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে হবে। দেশের মানুষ আজ সরকারের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। তাই সৈরাচারী সরকারকে বিদায় জানাতে রাজপথে আন্দোলনে নেমেছে। খালেদা জিয়া অচিরেই মুক্তি পাবে বলে তিনি বিশ্বাস করেন।
বিশেষ অতিথি ইউএলএফ এর প্রধান সমন্বয়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিষ্টার কায়সার কামাল বলেন,দেশে ও বিদেশে সরকারের স্বৈরতান্ত্রিক চেহেরা ফুটে উঠেছে। ফরমায়েসি রায়ে খালেদা জিয়াকে সরকার আর আটকে রাখতে পারবেনা।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যেতে বাধা প্রদান করেছে। চিকিৎসার অভাবে খালেদা জিয়ার মৃত্যু হলে এর দায় সরকারকে নিতে হবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউএলএফ এর সমন্বয়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড.গাজী কামরুল ইসলাম সজল,বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড.আলী হায়দার বাবুল প্রমুখ। সভায় সভাপিত্ব করেন বরিশাল বারের সাবেক সভাপতি এ্যাড.আলী আহমেদ।
