More

    বৃষ্টির কারনে পরিত্যক্ত বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচ

    অবশ্যই পরুন

    বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচে বৃষ্টির শঙ্কা ছিল ম্যাচ শুরুর আগ থেকেই। ভারি বৃষ্টিতে ম্যাচের ৩১তম ওভারে বন্ধ হয়ে গেছে খেলা। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৩০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৩ রান।

    ৭৩ বলে ৬০ রান করে উইকেটের একপ্রান্ত ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজ। উইকেটের অপরপ্রান্তে ছিলেন তাওহীদ হৃদয়। গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা।

    দলীয় ২৬ রানেই লিটন দাস ও নাজমুল হোসেন শান্তকে হারায় তারা। বিপর্যয় এড়িয়ে দলকে এগিয়ে নেওয়ার গুরুভার কাঁধে তুলে নেন তানজিদ হাসান তামিম। মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে সচল রাখেন রানের চাকা।

    ৪৪ বলে ৪৫ করে তামিম বিদায় নিলেও উইকেটের একপ্রান্তে থিতু হয়ে বসে অর্ধশতকের কোটা পূর্ণ করেন মিরাজ। একপ্রান্ত তিনি আগলে ধরে রাখলেও অপরপ্রান্ত থেকে হতাশ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

    রিয়াদ সাজঘরের পথ ধরেন ১৮ রানে আর মুশফিক মাঠ ছাড়েন ৮ রান করে। আর তাতেই দেড়শ রানের আগেই পঞ্চম উইকেটের পতন ঘটে বাংলাদেশের।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪ মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় অবৈধভাবে মাংস বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর)...