বরিশালের মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে কুখ্যাত ডাকাত সর্দার রুহুল আমীন ওরফে কদা দেওয়ানসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে হিজলা থানার বড় জালিয়া ইউনিয়নের বাউশিয়া মেঘনা নদী থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর ইসলাম বলেন, এরা মূলত নদীপথে ডাকাতি করে। গ্রেফতার রুহুল আমীন ওরফে কদা দেওয়ান ১২টি মামলার আসামি।
বাকীদের বিরুদ্ধেও হিজলা থানায়, চুরি, মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ডাকাত সর্দার রুহুল আমীন ওরফে কদা দেওয়ান, মো. আলাউদ্দিন গাজী, তার সহযোগী মো. তারেক দেওয়ান, মো. হোসেন মোল্লা, ফরহাদ মোল্লা।
তিনি আরও বলেন, মঙ্গলবার রাতে বড় জালিয়া ইউনিয়নের বাউশিয়া ঘাট সংলগ্ন মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতদলের সদস্যরা। তখন জেলেদের সন্দেহ হলে তারা ডাকাতদলের সদস্যদের ঘিরে ফেলে। তখন ডাকাত দলের সদস্যদের সঙ্গে জেলেদের মারামারির ঘটনা ঘটে।
একপর্যায়ে জেলেরা পরাস্ত হতে থাকলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়েই থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলের ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে।
ওসি জানান, জেলেদের মারধরে আহত কয়েকজন ডাকাত সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ডাকাত সদস্যদের বিরুদ্ধে হিজলা থানায় মামলা দায়ের করা হয়েছে।