More

    বরিশালে ডেঙ্গুতে তিন জনের মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যুর সঙ্গে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১০। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৯৪ জন। গতকাল বুধবার বিকেলে বরিশালের স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এ তথ্য জানান।

    নিহতরা হলেন- পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আবুল কালাম (৬৫), পটুয়াখালীর গলাচিপা উপজেলার নলিন চন্দ্র শীল (৭২) ও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মাসুম সরদার (৩০)। ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৭১ জন, পটুয়াখালীতে ৬৮ জন, পিরোজপুরে ৪৯ জন, ভোলায় ৩৪ জন, বরগুনায় ৪৭ জন এবং ঝালকাঠিতে পাঁচজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৫ হাজার ৮৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৫৮৭ জন। নিহত ১১০ জনের মধ্যে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৩ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চারজন মারা যান।

    এছাড়া বরিশাল জেলার অন্যান্য সরকারি হাসপাতালে দুইজন, পটুয়াখালীতে দুইজন, ভোলায় আটজন, পিরোজপুরে ১০ জন, বরগুনায় পাঁচজন ও ঝালকাঠিতে একজন মারা গেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    উজিরপুরে দূর্গা পূজায় নিরাপত্তা নিশ্চয়তায় মাঠে থাকবে রাজনৈতিক দল

    অনলাইন ডেস্ক: বরিশাল জেলার উজিরপুরে আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চয়তায় মাঠে...