More

    কুয়াকাটায় ১৬ কেজির পাঙাশ, ২০ হাজারে বিক্রি

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কুয়াকাটায় কোরবান মিয়া নামে এক জেলের জালে ১৬ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাস ধরা পড়েছে। পরে মাছটি ২০ হাজার টাকায় বিক্রি করেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে ইলিশের জালে মাছটি ধরা পড়ে।

    কোরবান মিয়া কুয়াকাটা পৌরসভার ২নং ওয়ার্ডের খাজুরা গ্রামের বাসিন্দা। তার ইলিশ জালে মাছ ধরার পর শাহাবুদ্দিন নামের এক মাছ ব্যবসায়ী ১৯ হাজার ৪৪০ টাকায় মাছটি কিনেছেন।

    জেলে শাহাবুদ্দিন ফরাজী জানান, বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরার জালে ৫০টি মাছ ধরা পড়ে। কোরবান জেলে খুব ভাগ্যবান। বিক্রির জন্য ডাকযোগে মাছটি কিনেছি। এখানে এসে মাছ বিক্রি হবে। না হলে ঢাকায় পাঠিয়ে ভালো লাভে বিক্রি করব।

    কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বছরে দুইবার সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি সামুদ্রিক মাছের উৎপাদন বাড়াতে নদীতে নিয়মিত অভিযান চালাচ্ছে মৎস্য বিভাগ। এ কারণে ইলিশ ছাড়াও পাঙ্গাসহ অনেক সামুদ্রিক মাছ এখন প্রজনন ও বৃদ্ধির জন্য তৈরি হচ্ছে। এতে মৎস্যজীবীরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠি-১ আসনে ড. ফয়জুল হকের গণসংযোগে উৎসাহ-উদ্দীপনা

    ঝালকাঠির কাঠালিয়ার বিভিন্ন এলাকায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের এমপি প্রার্থী ড. ফয়জুল হক ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময়...