More

    বরিশালে শারদীয় দুর্গাপুজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশালে শারদীয় দুর্গাপুজার প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। আজ ৮ অক্টোবর রবিবার বিকাল ৩ টায় শারদীয় দুর্গাপুজা উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারো বরিশাল জেলা প্রশাসন  এর আয়োজনে শারদীয় দুর্গাপুজা-২০২৩ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মোঃশহিদুল ইসলাম। সভায় পূজামণ্ডপসমূহে নিরাপত্তা, আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করা হয়।

    সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা শিকদার, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মোহাম্মদ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী কুডু, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা, উপজেলা, জেলা ও মহানগরীর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দসহ আইনশৃংখলা বাহিনীর প্রতিনিধি প্রমূখ।

    সভার শুরুতে সকলের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা হয়।পরে অতিথিরা আসন্ন শারদীয় দুর্গাপুজা-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বরিশালে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে, ভক্তরা প্রতিমা প্রস্তুতের কাজ শেষের দিকে। মা দুর্গার আরাধনায় অপেক্ষায় ভক্তরা।

    এবারও শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে বরিশাল জেলা প্রশাসন। জেলা প্রশাসক জানিয়েছে পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে পূজা মন্ডপগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পর্যাপ্ত পুলিশ, র‌্যাব, ভ্রাম্যমান আদালত, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

     বরিশালে পানিতেই চলছে ক্লাস, ৩৫ বছরেও মেলেনি পাকা ভবন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ১৩০ নম্বর দক্ষিণ ভূতেদিয়া নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হলেও, দীর্ঘ...