আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা—সংঘর্ষে উভয় পক্ষের আহত হয়েছে ৮ জন। আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার বাকাল গ্রামের আলমগীর ফকিরের খড় (কুডা) হেমায়েত ফকিরের গরুতে খেতে যায়।
এনিয়ে বিকেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায় আবু বক্কর ছিদ্দিক ও আলমগীর ফকিরকে মারধর করে শাহিন ফকিরের নেতৃত্বে ৩—৪ জনের একটি দল। সোমবার রাত ১০টার দিকে বাকাল বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহিনের নেতৃত্বে ৫—৬ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আনিচ ফকির, রাশিদা বেগম, অনামিকা আক্তারকে গুরুতর আহত করে।
পাল্টা হামলায় হেমায়েত ফকির ও রোকন ফকিরও গুরুতর আহত হয়েছে। উভয় পক্ষের আহত ৫ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় নুর—আলম ফকির বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এঘটনায় এসআই তরিকুল ইসলাম আহতদের হাসপাতালে দেখতে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।