স্টাফ রিপোর্টারঃ বরিশাল মেট্রো পলিটনের এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক কারবারিকে আটক করেছে।
আটক মাদক কারবারির নাম মোঃ সাইফুল ইসলাম অপূর্ব (৩০)।সে ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন ডিগ্রি কলেজের পিছনের ০৪ নং ওয়ার্ডের আঃ বারেক বেপারীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশ গত ১০ অক্টোবর রাতে বিসিসি’র ২৭ নং ওয়ার্ডস্থ সোনামিয়ারপুল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মাদক কারবারির মোঃ সাইফুল ইসলাম অপূর্ব (৩০) এর কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিএমপি’র মিডিয়া শাখা।
