More

    সুধীজনদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকালে উপজেলার শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) মোসাঃ শারমিন সুলতানা রাখীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, বিপিএম—সেবা, পিপিএম।

    এসময় আরও বক্তব্য রাখেন, বরিশাল পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা এমএ তাহের, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বক্তিয়ার আল মামুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিপুল দাসসহ প্রমুখ।

    প্রধান অতিথি ডিআইজি জামিল হাসান শারদীয় দুর্গাপূজা সার্বজনীন ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ আইন—শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করেন। এছাড়া নির্বিঘ্নে উৎসব অনুষ্ঠানের লক্ষ্যে তিনি পূজা উদযাপন কমিটির সার্বিক সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...