কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে দুর্বৃত্তদের পিটুনিতে নিহত সেই আজিজুল শিকদারের খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। নিহত আজিজুল পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকমাল বেপারীর ভাতিজা ও পাঙ্গাশিয়া গ্রামের রহিম শিকদারের ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুরে নিহতের বাড়ির সামনেই এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, ভ্যান চুরির সন্দেহে যুবক আজিজুল শিকদারকে খবর দিয়ে উপজেলার সিডিখান ইউপির মাথাভাঙ্গা গ্রামের একটি স্কুলের পাশে নির্জনস্থানে নিয়ে যায় দুর্বৃত্তরা।
সেখানে বসে ওই দুর্বৃত্তরা মিলে আজিজুলকে আটক রেখে মঙ্গলবার রাতভর নির্যাতন শেষে হাতুরী দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে। পরে তার অবস্থার বেগতিক দেখে বুধবার সকালে তারা একটি ভ্যান যোগে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠিয়ে দেয়। বুধবার দুপুরে হাসপাতালে বসে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
পরে কালকিনি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করে। নিহত আজিজুল শিকদারের মরদেহ ময়না তদন্ত শেষে আজ বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়িতে পৌছালে বিক্ষুদ্ধ এলাকাবাসি তার লাশ সামনে রেখে খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
পরে খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরদিকে নিহতের স্বজনদের বুকফাটা আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। নিহতের মা নূরজাহান বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলেকে হাতুরী দিয়ে পিটিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
আমার ছেলে অপরাধ করেনি। আমরা খুনিদের ফাঁসি চাই। সাবেক কাউন্সিলর আকমাল বেপারী বলেন, পরিকল্পিতভাবে আজিজুলকে মারধর শেষে হত্যা করা হয়েছে।
তার অপরাধ আমার সাথে চলাফেরা করে কেন। আমরা খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই। এব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান বলেন, ময়না তদন্ত শেষে নিহতের লাশ পুলিশ তার বাড়িতে পৌছে দিয়েছে। তবে নিহতের স্বজনদের কষ্ট দুঃখ থাকাটা স্বভাবিক।