More

    বরিশালে গভীর রাতে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

    অবশ্যই পরুন

    বরিশালে আড়াই হাজার ইয়াবাসহ রাসেল হাওলাদার (৪২) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দিনগত রাতে উপজেলার চরবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করেন। রাসেল হাওলাদার বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বলে জানা যায় ।

    কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার রাসেলের বাড়িতে অভিযান চালানো হয়।

    এ সময় তার ঘরে থাকা চায়ের ফ্লাস্ক থেকে দুই হাজার ৪ ৯০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ এক লাখ ৩ হাজার ২০০ টাকা ও পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তার স্ত্রী শিরিন বেগমকেও আটক করা হয়েছে।

    তিনি আরও জানান, ইয়াবা বিক্রির জন্য লোকালয় থেকে বিচ্ছিন্ন এলাকায় থাকতেন রাসেল মেম্বার ও তার পরিবার। পারিবারিকভাবে মাদক ব্যবসা করেন তারা। কাউনিয়া থানাতে রাসেলের নামে ১২টি মামলা রয়েছে।

    ওসি আরও বলেন, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার নির্বাচিত হন রাসেল হাওলাদার। তার বাড়িটি এলাকায় ‘ইয়াবার হাট’ নামে পরিচিত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

     বরিশালে পানিতেই চলছে ক্লাস, ৩৫ বছরেও মেলেনি পাকা ভবন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ১৩০ নম্বর দক্ষিণ ভূতেদিয়া নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হলেও, দীর্ঘ...