শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে কিউইদের পেসার ট্রেন্ট বোল্ট এর প্রথম বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন লিটন।
লেংথ বলটি ঘুরিয়ে ফ্লিক করতে গিয়ে ম্যাট হেনরির কাছে ক্যাচ দিয়ে বসেন। হতভম্ব লিটন ম্যাচের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে বসেন। নিজের ৩০তম জন্মদিনে লজ্জায় মাথা নিচু করে বিদায় নেন ডানহাতি এই ব্যাটার।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল টাইগাররা।
দলীয় ৫৬ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন অভিজ্ঞ মুশফিক ও অধিনায়ক সাকিব।
শেষ দিকে রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৫ রানে লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ।