More

    মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় মুয়াজ্জিনের প্রাণ গেল

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে মসজিদে আজান দিতে যাওয়ার সময় আবদুল কাদের মাতুব্বর (৭০) নামে এক মুয়াজ্জিনের ট্রাকচাপায় মৃত্যু হয়েছে। শনিবার পৌর এলাকার ভূরঘাটা নূর প্রাঃ জেনারেল হাসপাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে।

    নিহত আবদুল কাদের মাতুব্বর কালকিনি পৌর এলাকার ৯নং ওয়ার্ডের করম আলী মাতুব্বরের ছেলে ও খাশেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের শিক্ষক জাহিদ হাসানের বাবা। নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আবদুল কাদের মাতুব্বর ভোররাতে বাড়িতে ওযু করে একটি মোটসাইকেলযোগে নূর প্রাঃ জেনারেল হাসপাতাল মসজিদে আজান দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন।

    এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কের পথিমধ্যে একটি ট্রাক এসে পেছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতের ছেলে জাহিদ হাসান বলেন, আমার বাবা মসজিদে আজান দিতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন। এ ব্যাপারে পৌর ৯নং ওয়ার্ডের কাউন্সিল মোঃ আসাদুজ্জামান লাবু আবদুল কাদের নূর জেনারেল হাসপাতাল মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।

    এছাড়া তিনি ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের গ্রাম পুলিশের দায়িত্বও পালন করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...