More

    বরিশালের আড়িয়াল খা ও কীর্তনখোলা নদীতে ইলিশ শিকার অপরাধে , তিন জেলের কারাদণ্ড

    অবশ্যই পরুন

    বরিশালের আড়িয়াল খা ও কীর্তনখোলা নদীতে প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে তিন জেলেকে একবছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    শুক্রবার (১৩ অক্টোবর) রাত ১১টায় বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এ কারাদণ্ড প্রদান করেন।

    জেলেরা হলেন- বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার মানিক মজুমদারের ছেলে আরাফাত মজুমদার (২৬), বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানাধীন চুরামন এলাকার মোতাহার মৃধার ছেলে রুবেল মৃধা (৩০) ও একই এলাকার রহমান মৃধার ছেলে আজিজুল মৃধা (২৭)।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে বরিশালের আড়িয়াল খা ও কীর্তনখোলা নদীতে উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এসময় নদী থেকে ছয় জেলেকে আটক করা হয়।

    পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপর তিন জনের বয়স কম হওয়ায় তাদের পরিবারের লোকজনের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

    এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার জালগুলো জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, বিপর্যস্ত জনজীবন

    বরিশালে জেঁকে বসেছে শীত। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড...