More

    ফিলিস্তিনীদের উপর ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে বরিশালে ওয়ার্কাস পার্টির বিক্ষোভ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ ফিলিস্তিনীদের উপর ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ওয়ার্কাস পার্টি।

    আজ বিকেল সাড়ে ৪ টায় ফকির বাড়ি রোডস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয় সম্মুখে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শেষ করে।

    সমাবেশে সভাপতিত্ব করেন, ওয়ার্কাস পার্টির বরিশাল জেলার সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাবেক এমপি এ্যাড.টিপু সুলতান।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরুজ,এস,এম জাকির, উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কমিটির সাধারন সম্পাদক সীমা রানী শীল,জেলা যুব মৈত্রীর সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার প্রমুখ।

    সমাবেশে বক্তারা অবিলম্বে নিরিহ ফিলিস্তিনি নাগরিকদের উপরে ইসরায়েলীদের আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেয়ার দাবি জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে ১১ কেজি গাঁজাসহ ২ মাদকবিক্রেতা গ্রেপ্তার

    বরিশালে ১১ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দাপুলিশের পরিদর্শক ছগির হোসেনের নেতৃত্বে বিমানবন্দর...