More

    নতুন জঙ্গি সংগঠনের সদস্য গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট

    অবশ্যই পরুন

    রাজধানীর পল্লবী থেকে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলুহিয়্যাহর’ (আল জিহাদি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। ২৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম বাঁধন হোসেন। গোয়েন্দা তথ্যে গত বৃহস্পতিবার তিনি গ্রেপ্তার হন।

    শনিবার এটিইউয়ের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর এটিইউয়ের পৃথক অভিযানে বাগেরহাটের রামপাল, জয়পুরহাটের আক্কেলপুর ও রাজধানীর ভাসানটেক থেকে নতুন এ জঙ্গি সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

    তারা হলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা জুয়েল মোল্লা, সদস্য রাহুল ও গাজিউল ইসলাম। ওই সময় তাদের সংগঠনের আটটি পতাকাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে রামপাল থানায় করা মামলার এজাহারনামীয় আসামি বাঁধন।

    তিনি তাওহীদুল উলুহিয়্যাহের সঙ্গে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার বাঁধনসহ অন্য আসামিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর সদস্য ছিলেন।

    একই মতাদর্শের বেশ কিছু সদস্যদের নিয়ে তারা নতুন জঙ্গি সংগঠন তাওহীদুল উলুহিয়্যাহ গঠন করেন। তারা ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে উগ্রবাদী অডিও, ভিডিও আপলোড ও শেয়ার করে গণতন্ত্র উৎখাতের চেষ্টা ও দেশব্যাপী নাশকতার পরিকল্পনার জন্য সদস্য সংগ্রহ করে আসছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...