More

    বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

    অবশ্যই পরুন

    বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর শিমুলিয়া গ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। তবে এতে কোনো হতাহত হয়নি।

    রোববার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ঘটনাটি নিশ্চিত করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণের সময় পিটি-৬ বিমান ভূপতিত হয়। দুর্ঘটনায় পাইলট দুজন সুস্থ আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বিমানটি একটি বাঁশঝাড়ে পড়ে যায়।

    বিমানে দুইজন পাইলট ছিলেন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধারের পর বিমান বাহিনীর সদস্য তাদেরকে নিয়ে যান। কাহালু থানার ওসি মাহামুদ হাসান জানান, বড়মহর গ্রামের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

    তবে কেউ হতাহত হয়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...