More

    সরকারের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ ৫ দফা দাবিতে বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখা বিক্ষোভ সমাবেশ করেছে। আজ ১৫ অক্টোবর রবিবার সকাল ১১ টায় অশ্বিনী কুমার হল চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদার এবং বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ, আলেকান্দা সরকারি কলেজ শাখার সংগঠক ফারজানা আক্তার, সরকারি ব্রজমোহন কলেজ শাখার সদস্য মিনহাজুল ইসলাম ফারহান, আব্দুর রব সেরনিয়াবাত সরকারি কলেজ শাখার সংগঠক লিনা আফরিন প্রমুখ।

    সমাবেশে বক্তারা বলেন, গত ১৫ বছর ধরে সরকারের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের ফলে জনগণের আজ নাভিশ্বাস উঠে গেছে। মত প্রকাশের স্বাধীনতা হরণের জন্য প্রনীত হয়েছে সাইবার নিরাপত্তা আইন। সরকারের স্বৈরাচারী কাজকে ঢাকতে বেপরোয়াভাবে অসংখ্য লেখক, সাংবাদিকসহ রাজনৈতিক কর্মীদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে । গণতন্ত্র নির্বাসনে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে।

    নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দিয়ে এই সরকারের পদত্যাগের দাবি শুধু ছাত্র ফ্রন্টের নয়, জনগণের দাবি। বক্তারা আরও বলেন, শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস- দখলদারিত্ব এক ভয়ংকর রূপ ধারণ করেছে। গত শুক্রবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে ছাত্র লীগের সন্ত্রাসী বাহিনী।

    র‍্যাগিংয়ে নামে শিক্ষার্থী নিপীড়ন ও হল দখলের ফলে ছাত্রলীগের এক কুৎসিত সংস্কৃতি পরিস্ফুটিত হয়েছে সকল শিক্ষার্থীদের কাছে। বক্তারা বঙ্গবন্ধু হলে ছাত্র নিপীড়নের বিচার চান ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। একইসাথে বক্তারা হল দখল ও সন্ত্রাস বন্ধ করে গণতান্ত্রিক ক্যাম্পাসের নিশ্চিত করার দাবি জানান।

    নেতৃবৃন্দ বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আজ দেশব্যাপী জেলা ও বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে ৫ দফা দাবি বাস্তবায়নের আহবান জানাচ্ছে। দাবীসমূহ হচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন। সাইবার নিরাপত্তা আইনসহ সকল নিবর্তনমূলক কালাকানুন বাতিল করা।

    শিক্ষা উপকরণসহ সকল নিত্য পণ্যের দাম কমানো। শিক্ষাঙ্গনে সন্ত্রাস-দখলদারীত্বমুক্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত কর। অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দেয়া। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বদলে যাচ্ছে ‘বিপিএল’র নাম

    পেশাদার ফুটবল লিগের নাম বদলে যাচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে বদলে নতুন নাম হবে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। সম্প্রতি পেশাদার...