More

    বরিশালে পাউবোর ৫৫৯৮ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ নদী ভাঙ্গন রক্ষায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে ৮০টি সমাপ্ত উন্নয়ন প্রকল্প পুনঃখননকৃত ৪৩০টি ছোট নদী,খাল,জলাশয়ের উদ্বোধন ও নতুন অনুমোদিত ২০টি উন্নয়ন প্রকল্পের ভার্চুয়ালি যুক্ত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১০ টায় গণভবন থেকে সরাসরি ভার্চুয়ালি যুক্ত থেকে এসকল উন্নয়ন প্রকল্পসমূহের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে ৩ হাজার ৭৮০ কোটি টাকার সমাপ্তকৃত ১৪ টি প্রকল্পের উদ্বোধন ও বরিশাল জেলায় ১ হাজার ৮১৮ কোটি টাকা ব্যয়ে নতুন ৩ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

    এ উপলক্ষে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় অনারম্বর এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম (এমপি)। এসময় ভার্চুয়ালি যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ  মালেক।

    প্রধানমন্ত্রী এ সময় ভুক্তভোগী ও সুবিধাভোগীদের সুখ দুঃখের কথা শুনেন। ভাঙ্গন রোধে টেকসই বেরীবাঁধ নির্মাণ করায় সুবিধাভোগী জনগণ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। টেকসই বেরীবাঁধের ফলে নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। ভাঙ্গনের আতঙ্কে পরিবার-পরিজন নিয়ে আর নির্ঘুম রাত কাটাতে হবে না।  বসতবাড়ি ও কৃষি জমি রক্ষা পাবে।

    সৃষ্টি হবে নতুন পর্যটন কেন্দ্র, বৃদ্ধি পাবে জমির দাম। বরিশালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় শতাধিক মাঝি নৌকায় জাতীয় পতাকা দিয়ে সাজিয়ে  অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে। বরিশালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, ৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ,

    সংরক্ষিত আসনের এমপি সৈয়দা সাবিনা আক্তার  মীরা,বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড.এ,কে,এম জাহাঙ্গীর,বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী, জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু,পাউবোর দক্ষিণাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মজিবুর রহমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মাদারীপুরের ডাসারে নরসুন্দরদের মাঝে লাইব্রেরীর সামগ্রী বিতরণ

    মো.নাসির উদ্দিন ফকির লিটন মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে সৈয়দা ইরন নাহার পাঠাগারের উদ্যোগে নরসুন্দর সেলুন দোকানিদের মধ্যে লাইব্রেরির সামগ্রী...