স্টাফ রিপোর্টারঃ বরিশাল বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাস এর আধুনিক ভবন নির্মাণ ও পুরাতন ভবন সংস্কারের সহ বিভিন্ন সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও সড়ক অবরোধ করেছে।
দাবি আদার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীরা আজ সকাল সাড়ে ১০ টায় কলেজ সম্মুখের শহরমুখি প্রধান সড়কটি অবরোধ করে। ফলে সৃষ্টি হয় যানজট। ভোগান্তিতে পড়ে সাধারণ জনগন। সাড়ে ১২ টা পর্যন্ত চলে এই সড়ক অবরোধ।
পরে যান চলাচল স্বাভাবিক রাখতে সড়ক অবরোধ প্রত্যাহার করতে সাধারণ শিক্ষার্থীদের অনুরোধ করে বিএম কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া। এসময় শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আল আমিন সারোয়ার ও কোতোয়ালি থানার ওসি আনোয়ার হোসেন এসে শিক্ষার্থীদের শান্ত করলে সড়ক অবরোধ প্রত্যাহার করে।
পরে দাবি আদায়ের লক্ষে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়ে অধ্যক্ষ্যের বাসভবন ঘেরাও করে সেখানে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীদের কন্ঠে দাবি আদায়ের স্লোগান ও প্রতিবাদী সংগীত শোনা যায়। আন্দোলনের নেতৃত্ব দেয় প্রানীবিদ্যা বিভাগের মাস্টার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা আরিফুর রহমান খান রাশেদ, পরিসংখ্যান বিভাগের ছাত্র ছাত্রলীগ নেতা রিফাত চৌধুরী,সাউথ ইসলাম, ইমরান ফাহিম, হাসিফ, নেয়ামত শুভ , নোমান।
তারা দাবি করেন ছাত্রাবাসটি পুরনো ও জরাজীর্ণ বসবাসের উপযোগী নয়। ঝুঁকিপূর্ণ এই ভবনে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের থাকতে হচ্ছে । ইতিপূর্বে ছাদের পলেস্তারা খসে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আমরা নতুন ভবন চাই।
যেখানে নিরাপদে শিক্ষা জীবন পার করতে পারবে শিক্ষার্থীরা। তারা বলেন,আমাদের দাবি মেনে নেওয়া না হলে আগামী দিনে সকল শিক্ষার্থীদের নিয়ে অসহযোগ আন্দোলন করে তুলবো।