More

    গাছের নিচে চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ  বরিশালের আগৈলঝাড়ায় গাছের লাকড়ি কিনতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে হায়দার ফকির (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

    নিহত বৃদ্ধ উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের মৃত অহিলদ্দিন ফকিরের ছেলে। মঙ্গলবার দুপুরে বাকাল ইউনিয়নের বাকাল গ্রামে এই ঘটনা ঘটে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে বাকাল গ্রামের কালাম ফকিরের কয়েকটি গাছ কিনে ব্যবসায়ী মনির মোল্লা নিজে একজন শ্রমিক নিয়ে গাছ কাটছিলেন।

    এসময় একই এলাকার হায়দার ফকির ওই গাছের লাকড়ি কেনার জন্য গাছের কাছে যায়। এ সময় গাছের একটি ডাল হেলে পড়ার সঙ্গে সঙ্গে হায়দার ফকিরের উপর ছিটকে পড়ে। এতে কাটা গাছের ডালটি হায়দার ফকিরের মাথায় এসে সজোরে আঘাত করে এবং চাপা পড়ে।

    স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম মোর্শেদ সজিব বলেন, হায়দার ফকির মাথায় গুরুতর আঘাত পেয়েছে।

    তার মাথায় ইনজুরি হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই সে মৃত্যুবরন করে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম আরও জানান, থানার উপপরিদর্শক তরিকুল ইসলাম হায়দার ফকিরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

    লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...