More

    বরিশালে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী পালিত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশালে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে। শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয় এ স্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন শেখ রাসেল দিবস পালন করেছে।

    দিবসটি উপলক্ষে আজ ১৮ অক্টোবর বুধবার সকাল ৯ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

    পরে সেখান শহীদ শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম বার, অতিরিক্ত ডিআইজি রেঞ্জ মোহাম্মদ শহীদুল্লাহ্, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএমসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অতিথিরা শিশু রাসেল বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

    আলোচনা সভা শেষ জেলা পর্যায়ে আইসিটি বিভাগের এবং জেলা শিশু একাডেমির বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

    পরিশেষে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

     বরিশালে পানিতেই চলছে ক্লাস, ৩৫ বছরেও মেলেনি পাকা ভবন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ১৩০ নম্বর দক্ষিণ ভূতেদিয়া নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হলেও, দীর্ঘ...