More

    ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২৮৩

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এবং ২৮৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

    বুধবার (১৮ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান। মৃতরা হলেন- বরিশাল নগরীর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিটন মুন্সি (৪০) ও জেলার উজিরপুর উপজেলার ডাবেরকুল গ্ৰামের অভিনাশ (৪৩)।

     

    তারা দুজনেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, চলতি বছর এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩০ হাজার ৬৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

     

    এরমধ্যে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৯৮৮ জন। মারা গেছেন ১৩৪ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৮ জন ও বরিশাল জেনারেল হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।

     

    স্বাস্থ্য অধিদপ্তর জানান, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৮৭, পটুয়াখালীতে ৫৩ জন, পিরোজপুরে ৭১ জন, ভোলায় ৩৩ জন, বরগুনায় ৩৪ জন ও ঝালকাঠিতে পাঁচজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নার্স নিয়োগে বঞ্চিত শেবাচিম হাসপাতাল, জনমনে ক্ষোভ

    স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে বরিশাল শেবাচিম হাসপাতালে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রায় শ’খানেক নষ্ট যন্ত্রপাতি সচল করা, অবৈধ অ্যাম্বুলেন্স চক্রকে...