More

    এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রান গেল ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী

    অবশ্যই পরুন

    কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ একই সঙ্গে ট্রাক চাপায় প্রান গেল ব্যাংক কর্মকর্তা পলাশ ব্যানার্জির(৩৫) ও তার স্ত্রী রানীর (২৬)। নিহত পলাশ ব্যানার্জি মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই এলাকার মাইজপাড়া গ্রামের পরিতোষ ব্যানার্জির মেঝ ছেলে।

    আজ বুধবার দুপুরে গাইবান্ধা জেলা সদরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানাগেছে, উপজেলার মাইজপাড়া গ্রামের বাসিন্দা পলাশ ব্যানার্জির নিজ কর্মস্থল গাইবান্ধার গ্রামীন ব্যাংকের অফিস কক্ষে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন।

    পরে খবর পেয়ে তাকে চিকিৎসার জন্য তার স্ত্রী ও সন্তানরা মিলে এ্যাম্বুলেন্সে করে একটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু এ সময় একটি পন্যবাহি ট্রাক এসে তাদের এ্যাম্বুলেন্সেকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে পলাশ ও তার স্ত্রী গুরুতর আহত হয়ে।

    পরে স্থানীয় লোকজন এসে তাদেরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় পলাশ ও তার স্ত্রী রানীর মৃত্যু হয়। নিহতের স্বজন সঞ্জয় সরকার জানান, পলাশ অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের লোকজন মিলে তাকে চিকিৎসা জন্য হাসপাতালে নেওয়ার পথে একটি ট্রাক চাপায় সবাই গুরুতর আহত হয়।

    পরে সবাইকে হাসপাতালে ভর্তি করা হলে পলাশ ও তার স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাদের দুইজনের মরাদেহ মাদারীপুর ডাসারে নিজ বাড়িতে আনার প্রস্তুতি নেয়া হয়েছে। এ ব্যাপারে ডাসার থানার ওসি হাসানুজ্জামান জানান, স্বামী -স্ত্রীর মৃত্যুর বিষয়টি খুবই কষ্টদায়ক।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...