More

    ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চিকিৎসক ও শিক্ষার্থীদের মানববন্ধন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে হাসপাতালের সামনে এ মানববন্ধন করেন তারা। এ সময় শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের হাতে নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ফিলিস্তিনিদের পতাকা ও বাংলাদেশের পতাকা দেখা যায়।

     

    মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. জিএম নাজিমুল হক বলেন, জায়নবাদী ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা সর্বাত্মক সহযোগিতা করছে কিন্তু মুসলিম বিশ্ব চুপ করে আছে আমরা এর তীব্র নিন্দা জানাই।

    হাসপাতালের প্রফেসর ডা. আজিজুল হক বলেন, বিশ্বের সব মুসলিম যদি একযোগে কাজ করেন ও সহযোগিতা করেন তাহলে পুরো ইসরায়েল ধূলিসাৎ করা যাবে। ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলে সেখানে ফিলিস্তিনের মানচিত্র গড়া যাবে।

    মানববন্ধনে হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জাহিদ হাসান, ডা. আকবার কবির, ডা. রেজাউর রহমান, ডা. নূরুল হক, ডা. প্রবীর কুমার, ডা. আবুল হোসেনসহ সব শিক্ষক-শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষাথীরাসহ আর ও অনেকে উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নার্স নিয়োগে বঞ্চিত শেবাচিম হাসপাতাল, জনমনে ক্ষোভ

    স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে বরিশাল শেবাচিম হাসপাতালে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রায় শ’খানেক নষ্ট যন্ত্রপাতি সচল করা, অবৈধ অ্যাম্বুলেন্স চক্রকে...