More

    ইলিশ ধরায় বরিশালে একদিনে ৪৮ জেলের কারাদণ্ড

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৪৮ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন এ তথ্য জানান।

    বিভাগীয় মৎস্য অফিসের তথ্যানুযায়ী, বুধবার (১৮ অক্টোবর) বরিশাল বিভাগে ১২১টি অভিযানে ৪৫টি মোবাইল কোর্ট পরিচালিত করা হয়।

    এসব অভিযানে ৪৮৮ কেজি ইলিশ, এক লাখ ৭৮৯ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া বরিশাল জেলায় ৪৩ জন, পটুয়াখালীতে চারজন ও ভোলায় ১৫ জনের বিরুদ্ধে মোট ৬২টি মামলা হয়।

    একই সঙ্গে বরিশালের ৩৬ জন ও পটুয়াখালীর ১ ও ভোলার ১১ জেলেসহ মোট ৪৮ জনকে কারাদণ্ড দেয় আদালত।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মাদারীপুরের ডাসারে নরসুন্দরদের মাঝে লাইব্রেরীর সামগ্রী বিতরণ

    মো.নাসির উদ্দিন ফকির লিটন মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে সৈয়দা ইরন নাহার পাঠাগারের উদ্যোগে নরসুন্দর সেলুন দোকানিদের মধ্যে লাইব্রেরির সামগ্রী...