স্টাফ রিপোর্টারঃ অর্ধশতাধিক দু:স্থ পরিবারের মধ্যে বস্ত্র ও উৎসবের খাবার বিতরণের মধ্য দিয়ে বরিশালে মানবতার শারদীয় উৎসব পালন করেছে বাসদ।
আজ সকাল ১২টায় বাসদ’র বরিশাল জেলা কার্যালয়ে শারদীয় উৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী শতাধিক পরিবারের মাঝে এই বস্ত্র ও উৎসবের খাবার বিতরণ করা হয়েছে।
শারদীয় উৎসবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সদস্য দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম,
১৩ নং ওয়ার্ড শাখার সভাপতি সহিদুল শেখ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক নাজমুন নাহার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন শিকদার, অর্থ সম্পাদক ফারজানা আক্তার, স্কুল বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম ফারহান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমাদের সমাজে উৎসব মানে বৈষম্যের প্রদর্শনী। অসাম্যের সমাজ ভেঙে সাম্যের সমাজ গড়ার জন্য বাসদ লড়াই করছে।
আবার সেই লড়াইয়ের পাশাপাশি উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে বিভিন্ন সামাজিক উৎসবে বাসদ এধরনের আয়োজন করে থাকে।
বক্তারা শারদ উৎসব উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে শক্তিশালী করে বাঙালী ভ্রাতৃত্ববোধকে মজবুত করার আহবান জানান