More

    দুর্গাপূজাকে কেন্দ্র করে ৮ জেলায় তৎপরতা-নজরদারি বাড়িয়েছে র‌্যাব

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ (২০ অক্টোবর) থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।

    আর এ উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্নে পালন করার লক্ষ্যে মাঠে কাজ শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। র‌্যাব-৮ এর সদর দপ্তর পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, মাদারীপুর ও শরীয়তপুরসহ আট জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব।

    এদিকে গোটা বরিশাল বিভাগের ছয় জেলায় এবারে প্রায় দুই হাজার মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। যার মধ্যে সব থেকে বেশি বরিশাল ও পিরোজপুর জেলায়।

    যার মধ্যে বরিশাল জেলা ও সিটি করপোরেশন মিলিয়ে স্থায়ী-অস্থায়ীভাবে সর্বমোট ৬৪৭টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা।

    আর এরপরই পিরোজপুরে প্রায় সাড়ে ৫০০টি মণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। মহাভারত, শ্রীমদভগবদগীতা ও পৌরাণিক কাহিনি অবলম্বনে ৪০১টি প্রতিমা নিয়ে বরিশাল বিভাগে সবচেয়ে বড় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কবুতরখালীর রাজমন্দিরে। প্রতিবার এখানে ব্যতিক্রমী নানা আয়োজন করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নার্স নিয়োগে বঞ্চিত শেবাচিম হাসপাতাল, জনমনে ক্ষোভ

    স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে বরিশাল শেবাচিম হাসপাতালে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রায় শ’খানেক নষ্ট যন্ত্রপাতি সচল করা, অবৈধ অ্যাম্বুলেন্স চক্রকে...