আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ ফিলিস্তিনিদের উপর ইসরাইলী বাহিনীর হামলার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় ইমাম ও সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমা বাদ উপজেলার গৈলা বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পূর্ব সুজনকাঠি রশিদ ফকিরের ব্রিজে গিয়ে শেষ হয়।
পরে গৈলা মডেল ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, গৈলা ইউপি সদস্য মো. সৌরভ মোল্লা,
মসজিদের ইমাম মাওলানা জামাল হোসেন, হাফেজ রেদওয়ান, মাওলানা সৈয়দ ইমরান, মাওলানা হেদায়েত উল্লাহসহ প্রমুখ।