More

    পিরোজপুরের নেছারাবাদে রুমে মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ মো. ইকবাল হোসাইন (২৬) নামের যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) রাতে উপজেলার মিয়ার বাজারের একটি ভবন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

    ইকবাল চট্টগ্রাম জেলার পুটিয়া উপজেলার হায়দাহগঞ্জ এলাকার আব্দুল নবির ছেলে। তিনি উপজেলার ইসলামি ব্যাংক মিয়ারহাট শাখার অফিস সহকারী ছিলেন। জানা গেছে, শনিবার রাতে মিয়ারহাট বাজারে একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় রুম ভাড়া নিয়ে একা থাকতেন ইকবাল হোসাইন।

    পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রেম গঠিত বিষয়ে তিনি আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ ধারণা করেন। ইকবাল হোসেনের পাশের রুমে ভাড়া থাকা মো. নাইম নামে এক যুবক বলেন, শুক্রবার (২০ অক্টোবর) রাত ৯টায় তাকে সর্বশেষ রুমে ঢুকতে দেখা গেছে।

    সারাদিনে তাকে দেখতে না পেয়ে আমাদের কৌতূহল হয়। কারণ সকাল ৯টার বেশি তাকে ঘুমিয়ে থাকতে দেখা যায়নি। তাই রুম বন্ধ দেখে রুমের দরজায় কড়া নেড়ে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। একপর্যায় ঘর মালিকের বড় ভাইকে ডেকে বিষয়টি জানাই।

    পরে দরজার নিচ দিয়ে তাকালে তার পা ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন। ওই ব্যাংকের (ম্যানেজার) জানান, মৃত ইকবালের বাড়ি চট্টগ্রামে। আমি এখন ব্যস্ত আছি। কথা বলা যাবেনা।

    বেশিকিছু জানতে হলে ব্যাংকে এসে কথা বলেন। এই বলে তিনি আর কোনো কথা বলতে চাননি। নেছারাবাদ থানার (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে আত্মহত্যা হয়েছে তা জানা যায়নি। প্রেম গঠিত কোনো বিষয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মাদারীপুরের ডাসারে নরসুন্দরদের মাঝে লাইব্রেরীর সামগ্রী বিতরণ

    মো.নাসির উদ্দিন ফকির লিটন মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে সৈয়দা ইরন নাহার পাঠাগারের উদ্যোগে নরসুন্দর সেলুন দোকানিদের মধ্যে লাইব্রেরির সামগ্রী...