More

    অসুস্থ্য গরুর মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ মন গরুর মাংস জব্দ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রি করার সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮ মন মাংস জব্দ করে।

    এসময় মাংস ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় তাকে পাওয়া যায়নি। জব্দকৃত গরুর মাংস মাটিতে চাপা দিয়ে নষ্ট করা হয়েছে।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা বাজারে গোপনে অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রি করে আসছিল সেরাল গ্রামের আদম আলী শিকদারের ছেলে কসাই সেন্টু শিকদার।

    সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে ইমামা বানিন অভিযান পরিচালনা করেন।

    অভিযান চালিয়ে প্রায় ৮ মন গরুর মাংস জব্দ করলেও কসাই সেন্টু শিকদার পালিয়ে যায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে ইমামা বানিন কসাই সেন্টুর ব্যবসা প্রতিষ্ঠান সীলগালা করে দেন।

    পরে জব্দকৃত মাংসে ডিজেল মিশিয়ে মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. মো. রাফিউল আলম ও ভূমি অফিসের নাজির সোহেল আমিনসহ প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...