More

    বরিশাল, পটুয়াখালীসহ ৬ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী, বরিশালসহ দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে মধ্যরাতের মধ্যে ৪০-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    সোমবার (২৩ অক্টোবর) দিবাগত মধ্যরাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪০-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

    যেটি ইতোমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে এবং দেশের সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    এটি গভীর নিম্নচাপ থেকে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এর নাম হবে ‘হামুন’। নামটি ইরানের দেওয়া, যার অর্থ-সমতল ভূমি বা পৃথিবী।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...