আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় দূর্গাপুজার বিজয়া দশমী পুনঃমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে কেন্দ্রীয় দুর্গামন্ডপে উপজেলা আওয়ামীলীগ ও পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বিজয়া দশমী পুনঃমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)।
এসময় মন্ত্রী বলেন, বিএনপি—জামাত জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় আসার পরে তাদের নির্যাতনে এই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনকে পূর্ব পুরুষের ঐতিহ্য ধরে রাখতে ঘট পূজা করতে হয়েছিল।
শেখ হাসিনার সরকারের সময় আগৈলঝাড়াসহ দেশের সব জায়গায় পূজা মন্ডপের সংখ্যা বেড়েই চলেছে। অপনারা অনেক সরকারের শাসনামল দেখেছেন, এর মধ্যে আওয়ামীলীই হিন্দু ধর্মসহ অন্যান্য সকল সম্প্রদায়ের ধর্ম পালনে স্বাধীনতা প্রদান ও সার্বিক সহযোগিতা করে আসছে।
আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে হিন্দুরা নিরাপদ থাকে। সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ,
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ প্রমুখ।
চলতি বছর বরিশাল বিভাগের মধ্যে আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে ১শত ৬৬টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে।