আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় হামলা—সংঘর্ষে স্কুল ছাত্রীসহ আহত হয়েছেন ১০ জন। আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান,
মঙ্গলবার সকালে উপজেলার বাকাল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বীরেন বাড়ৈর নেতৃত্বে ৫—৬ জনের একটি দল অজয় রায়ের পরিবারের উপর হামলা করে অজয় রায়, বিউটি রায়, বিজয় রায়, স্কুল ছাত্রী কেয়া রায়, বিদ্যুৎ রায়, রবীন্দ্রনাথ রায়সহ ১০ জনকে আহত করে।
গুরুতর আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া মঙ্গলবার সকালে গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের প্রতিবন্ধী সুমন পারভেজের স্ত্রীকে কু—প্রস্তাব দেয় একই এলাকার বখাটে জসিম সরদার। এঘটনায় প্রতিবাদ করায় সুমন পারভেজকে মারধর করে আহত করে জসিম সরদার।
উভয় ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।