More

    আগৈলঝাড়ায় বিয়ে বাড়িতে হামলা, কনের চাচা নিহত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বিয়ে বাড়িতে হামলায় কনের চাচা নিহতর ঘটনায় নিহতর স্ত্রীর থানায় মামলা দায়ের করেছে।

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের আব্দুর রহমানের ছেলে সেলিম সরদার গত ২৭ অক্টোবর তার ভাতিজির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে।

    বিয়ের অনুষ্ঠান ও আতিথিয়েতা শেষে বিকেলে বর ও কন্যাকে বিদায় দেয়ার সময় কনের মামা হৃদয়ের সাথে বরের কথা কাটাকাটি হয়। এসময় কনের মামা হৃদয় বরকে সজোরে থাপ্পর মারে।

    বরকে থাপ্পর মারা নিয়ে ঘটনাস্থলে বিশৃংখলার সৃষ্টি হলে একই বাড়ির হালিম সিকদার ও কনের চাচা সেলিম সরদার হৃদয় সরদারকে থামানোর চেষ্টা করেন।

    এ সময় কনের মামা হৃদয় ও তার লোকজনের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে পাশে থাকা সেন্টারিং এর কাঠ দিয়ে হৃদয় সেলিম সরদারের উপর হামলা চালায়।

    হামলায় সেলিম সরদার গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।

    গুরুতর আহত সেলিমের চিকিৎসার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় প্রেরন করলে পরদিন ২৮ অক্টোবর ভোরে ঢাকার টিজি মাল্টি স্পেশালিষ্ট হাসপাতাল এ্যান্ড ডায়াগনিস্টিক সেন্টারে নিয়ে গেলে সেখানের চিকিৎসকরা সেলিম সরদারকে (৩৬) মৃত ঘোষণা করেন।

    এঘটনায় নিহত সেলিম সরদারের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে হৃদয়কে প্রধান আসামী করে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩—৪ জনকে আসামী করে বুধবার সকালে থানায় মামলা দায়ের করেন।

    এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম আরও জানান, মামলা দায়েরের পরে আসামীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না, বিবিসি বাংলাকে রুমিন ফারহানা

    দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। দল ছেড়ে অন্য...