আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতা—কর্মীদের আরও সু— সংগঠিত করতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের জাতীয় শ্রমিকলীগের কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি) কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার ও সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়ার রোববার রাতে স্বাক্ষরিত উপজেলার রাজিহার, বাকাল, বাগধা, গৈলা ও রত্নপুর ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি গঠন করেছেন।
গঠনকৃত কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ প্রমুখ।
শ্রমিকলীগের গঠনকৃত ইউনিয়ন কমিটিতে রাজিহার ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন মনোতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল করিম।
বাকাল ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জামাল ফকির, সাধারণ সম্পাদক সমীর পান্ডে। বাগধা ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ন বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. বাবুল বখতিয়ার।
গৈলা ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক শংকর বিশ্বাস। রত্নপুর ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রদীপ সরকার, সাধারণ সম্পাদক মো. সুমন মৃধা।
এরা প্রত্যেক ইউনিয়নের শ্রমিকলীগের পূনার্ঙ্গ কমিটি গঠন করবেন।