More

    আগৈলঝাড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার হলেও পালিয়েছে অপর সহযোগী ব্যবসায়ী। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী এবং পলাতক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

    আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সফিউদ্দিন গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের কালাম তালুকদারের বাড়ির পাশের রাস্তার উপর অভিযান চালায়।

    পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ওই গ্রামের মৃত ইয়াকুব আলী খানের ছেলে শাকিল খানকে (৩৫) ২০পিচ ইয়াবাসহ আটক করে পুলিশ।

    এসময় শাকিলের অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত শাকিল খান ও পলাতক ব্যবসায়ীকে আসামী করে মঙ্গলবার এসআই সফিউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শাকিল খানকে মঙ্গলবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...