গৌরনদী প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় বারের মতো ডাকা অবরোধ কর্মসূচির কোনো প্রভাব দেখা যায়নি বরিশাল-১ আসনের গৌরনদী ও আগৈলঝাড়ায়।
আওয়ামী লীগ নেতাকর্মীদের অবরোধ বিরোধী শক্ত অবস্থানের কারনে অবরোধের স্বপক্ষে কোন কর্মসূচী পালন করতে দেখা যায়নি বিএনপি-জামাতের নেতাকর্মীদের।
তবে বিএনপি’র কোন কর্মসূচী দেখা না গেলেও হরতাল-অবরোধের শুরু থেকে সতর্ক অবস্থানে রয়েছে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি-জামাতের দেয়া অবরোধের মধ্যে আগৈলঝাড়া থেকে জেলা শহর বরিশালগামী লোকাল বাস চলেছে স্বাভাবিক ভাবে। বরিশাল থেকে ঢাকা ও যশোর-বেনাপোলগামী পরিবহনও চলাচল করেছে স্বাভাবিক ভাবে।
বুধবার সকাল থেকে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢাকা-বরিশাল মহাসড়কে মোটরসাইক মহড়া দেয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু বলেন,
মহাসড়কে যান চলাচল নিরাপদ রাখতে আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীরা তৎপর রয়েছে।